• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাটি সিঙ্গেলদের ঘাঁটি, মিঙ্গেলদের ঠিকানা এই ক্যাম্পাস হবেনা, ‘একটা একটা মিঙ্গেল ধর ধইরা ধইরা সিঙ্গেল কর’ এমন সব স্লোগানে ভালোবাসা দিবস উপলক্ষে দফায় দফায় মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল শিক্ষার্থীরা।

গতকাল (১৪-০২-২০২০) শুক্রবার বিকেল ৪টায় জয়বাংলা চত্বর থেকে পৃথক পৃথক ব্যানারে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ মোট ৯টি মিছিল করা হয়। মিছিলগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র ক্যাম্পাস।
নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিঙ্গেল শিক্ষার্থীরা বলেন, আমরা প্রেমের বিপক্ষে নই, কিন্তু একজনের বহুপ্রেমের বিপক্ষে আমরা। আমরা চাই প্রেমের সমবণ্টন হোক।
এদিকে মিছিল ছাড়াও প্রেম বঞ্চিত সংঘের উদ্যোগে বেলা ১১টায়  প্রেম বঞ্চিত চত্বর উদ্বোধন করা হয়, বিকেল ৫টায় গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করা হয় এবং সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ