• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এখনও ২০২২ বিশ্বকাপের আয়োজক বদলানো সম্ভব : ব্ল্যাটার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

ছয় বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ রয়েছেন ফিফার সাবেক  সভাপতি সেপ ব্ল্যাটার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টাকার বিনিময়ে বিভিন্ন ফেডারেশনকে অনৈতিক সুবিধা দেওয়া। এমনকি যুক্তরাষ্ট্রের পরিবর্তে কাতারকে বিশ্বকাপ আয়োজক হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেই যুক্তরাষ্ট্রই ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে পারে বলে এবার মত দিলেন বহিস্কৃত সাবেক সভাপতি। তিনি মনে করেন, যেহেতু ২০২২ বিশ্বকাপ ৩২টি দল নিয়েই হবে তাই এখনও আয়োজক বদলানো সম্ভব।

প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কাতার। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এখন সব থমকে আছে। এ কারণেই হয়তো নতুন সম্ভাবনার কথা তুলে ধরছেন ব্ল্যাটার।

তিনি বলেন, ‘জার্মানিও আয়োজক হতে পারে। তবে তাতে ২০১৮ সালের পর আবারও ইউরোপে পড়ে যাবে বিশ্বকাপ। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ২০২৬ সালের পরিবর্তে এবার করতে পারে। তাদের সে সামর্থ্য আছে, এটা রকেট সাইন্স নয়। জাপানও পারে। তারাও ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে বিড করেছিল।’

ব্ল্যাটার আরো বলেন, ‘সৌভাগ্যজনকভাবে ২০২২ বিশ্বকাপে মাত্র ৩২ দল খেলবে। পরিকল্পনা অনুযায়ী (ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর) ৪৮ দল নয়। তাই আয়োজকদের ২০১৮ সালের চেয়ে বেশি প্রচেষ্টা দেখাতে হবে না।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ