• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এটিএম বুথ থেকে তোলা যাবে এক লাখ টাকা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আসন্ন সাতদিনের সর্বাত্মক লকডাউনে সবধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা উত্তোলন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন ঘোষণা করে সরকার। তবে করোনার প্রাদুর্ভাব না কমায় আবারো ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ লকডাউন ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত থাকবে। এ সময় জরুরি সেবা ও শিল্প-কারাখানা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ