• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এনআইডিসেবা বন্ধের সময় বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনা সংক্রমণ রোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সেবা বন্ধের সময় বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন্স ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এই তথ্য জানান। এর আগে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। 

উল্লেখ্য, গত ১৯ মার্চ ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছিলেন, অনেক প্রবাসী ভোটার হওয়ার জন্য আসছেন। তারা যেন করোনা ভাইরাস ছড়াতে না পরেন, সেজন্য প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম বন্ধ রাখা হবে। শুধু প্রবাসী নয়, দেশে অবস্থানরত নাগরিক, সবার ভোটার কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ