• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার চিকিৎসকদের সহায়তায় এগিয়ে এলেন রুবেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসকদের সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিলেন তিনি।

বুধবার রুবেলের পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মেয়রের কাছে এসব স্ক্যানার পৌঁছে দেয়া হয়। জেলার ডিসি ও এসপির সঙ্গে স্থানীয় চেয়ারম্যান ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন।

বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ বিভাগকে ৬টি, প্রশাসনকে তিনটি, পৌরসভাকে একটি এবং সদর উপজেলা পরিষদকে দুটি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেয়া হয়েছে।

জেলার বিভিন্ন চেকপোস্ট এলাকায় ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার করবে পুলিশ। অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানও এটি ব্যবহার করতে পারবে।

দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সোচ্চার রুবেল। এ সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের কাছে সময়মতো সহায়তা না যাওয়ায় কয়েক দিন আগেই প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন, ভোটার স্লিপ ঘরে ঘরে পৌঁছে গেলে, বাড়িতে বাড়িতে ত্রাণসামগ্রী যাবে না কেন?

এর আগে রাস্তায় নেমে দুস্থ-অসহায়দের খাবার বিতরণ ও সাহায্য করেন রুবেল। এরও পূর্বে লোভী ব্যবসায়ীদের করোনাভাইরাস আখ্যা দেন তিনি। মূলত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়ায় এ মন্তব্য করেন ফাস্ট বোলার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ