• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার তিন অনাথ শিশুকে ‘দত্তক’ নিলেন সোনু সুদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

করোনা মহামারির সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নজির তৈরি করেছেন অভিনেতা সোনু সুদ। একাধিক পরিযায়ী শ্রমিককে নিজেদের গন্তব্যে পৌঁছে দিয়ে নজির তৈরি করেছেন অভিনেতা। এরপর অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি তার আরও একটি সেবামূলক উদ্যোগ সবার নজর কেড়ে নিয়েছে। তেলেঙ্গনার তিন অনাথ শিশুকে দত্তক নিলেন সোনু।

ওই তিন শিশুর দুঃখদুর্দশার কথা সোনুকে ট্যুইট করে জানিয়েছিলেন রাজেশ করানাম নামে এক ব্যক্তি। সোনুকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, তেলেঙ্গনার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। ওদের আর কেউ নেই। ওদের মধ্যে যে বড় সে কোনওক্রমে অন্যদের দেখভাল করছে। ওরা অনাথ হয়ে গিয়েছে। ওরা আপনার সাহায্যপ্রার্থী। অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান।

ভিডিওতে জানা গেছে, ওই তিন শিশুর বাবা এক বছর আগে মারা গিয়েছেন। কয়েকদিন আগে মারা যান তাদের মা-ও। ভিডিওতে তিনজনের মধ্যে যে সবচেয়ে বড় তাকে সোনু সুদের কাছে সাহায্যের আর্জি জানাতে দেখা গিয়েছে। কারণ, তাদের পাশে দাঁড়ানোর মতো অন্য কেউ নেই।

নিজেই ট্যুইট করে ওই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘ওরা আর অনাথ নয়। ওদের দায়িত্ব আমার।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ