• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবার পর্তুগালের অ্যামেচার ফুটবলারদের পাশে রোনালদো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

এবার নিজ দেশ পর্তুগালের অ্যামেচার ফুটবলারদের আর্থিক সাহায্য করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগেও মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে ইতালি ও পর্তুগালে এক দফা অর্থ দান করেছিলেন এই জুভেন্টাস উইঙ্গার।

রোনালদোর এই সিদ্ধান্ত অনুযায়ী, ইউরো-২০২০ এ কোয়ালিফাই করার জন্য যে বোনাস পাবেন তার অর্ধেকটা অপেশাদার ফুটবল সংগঠকদের দান করবেন তিনি। আর ইউরোজয়ী অধিনায়কের এই সিদ্ধান্তে সায় দিয়েছেন তার সতীর্থরাও।

জানা গেছে, পর্তুগিজ জাতীয় দলের খেলোয়াড়দের দান করা অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০ কোটি টাকা। সেই অর্থ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত অপেশাদার ফুটবলারদের অভাব দূর করা হবে এবং ক্লাবগুলোর সমস্যার সাময়িক সমাধান করা হবে।  

পরে এক বিবৃতিতে জাতীয় দলের খেলোয়াড়দের দানের বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ