• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এবারের ঈদ সাজে মাথায় রাখুন এসব বিষয়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০  

কাল বাদে পরশু ঈদুল আযহা। তবে এবারের ঈদ অন্যান্যবারের মতো নয়। ঘরে কাটানোর পাশাপাশি রয়েছে আরো অনেক বাধা। বাইরে বের হওয়ার জো নেই একেবারে। একে তো করোনা তার উপর আবার বর্ষাকাল। তাই বলে তো আর সাজতে মানা নেই। 

তবে সাজের ক্ষেত্রে মাথায় রাখুন কিছু বিষয়। এতে সারাদিন খুব ভালো ভাবেই সাজ ঠিক থাকবে। জেনে নিন কী কী বিষয় মাথায় রাখবেন-   

> প্রথমেই মাথায় রাখতে হবে মেকআপ যেন ওয়াটারপ্রুফ হয়। বর্ষায় দিনে হালকা আর রাতে লাল, কফি, মেরুন, বাদামি,বেগুনি, পিচ রঙের লিপস্টিকে জমকালো দেখাবে। এ সময় ফাউন্ডেশন বাদে মেকআপের সব উপকরণই হওয়া চাই শুকনো বা ম্যাট। 

> মেকআপের শুরুতে বরফ কুচি মুখে ঘষে নিন। তারপর মুখ শুকিয়ে নিয়ে কমপ্যাক্ট পাউডার ও ভালো মানের কোনো বেবি পাউডার সামান্য একটু মিশিয়ে মুখে ভালোমতো পাফ করে নিতে হবে। 

> রাতের কোনো দাওয়াতে গেলে গালে একটু ব্লাশন বুলিয়ে নিন। তবে তা যেন কোনোমতেই ক্রিমি না হয়। হালকা রঙের ম্যাট ব্লাশন গালে অল্প করে বুলিয়ে নিতে পারেন। 

> চোখে আইশ্যাডো ব্যবহার না করে আই পেনসিল লাগিয়ে সেটাই আঙ্গুল বা ব্রাশ দিয়ে মিশিয়ে নিতে পারেন। রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন সবুজ, নীল, বেগুনি, বাদামি অনেক রং।  

> হাইলাইট করার জন্য ত্বকের চেয়ে একটু হালকা টোনের কমপ্যাক্ট পাউডারও ব্যবহার করতে পারেন। 

> ভ্রু ঘন দেখাতে বাদামীর সঙ্গে একদম অল্প পরিমাণ কালো রঙের আইশ্যাডো মিশিয়ে ব্রাশ দিয়ে এঁকে নিতে পারেন। 

> সাজে জমকালো ভাব আনতে যেকোনো গাঢ় রঙের লিপস্টিক আর পাপড়িতে ঘন মাশকারার দিকে জোর দিন। এ দুটি জিনিসই মুখ আকর্ষণীয় করে তুলতে যথেষ্ট।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ