• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এমপি লিটন হত্যা মামলার রায় আজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার। সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে মামলার রায় পড়া শুরু হবে বলে জানা গেছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অভিযুক্ত সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন লিটনের স্বজনরা।

গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, 'মামলার সাক্ষী-প্রমাণ, আসামিদের স্বীকারোক্তি ও যুক্তিতর্কে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তা প্রমাণ হয়েছে। তাই এ মামলায় অভিযুক্তদের আদালত সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দেবেন এমনটাই প্রত্যাশা করছি।'

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের মাষ্টারপাড়ার বাড়িতে খুনের শিকার হন মঞ্জুরুল ইসলাম লিটন। দুটি মোটরসাইকেলে করে আসা আততায়ীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা জাতীয়  পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) ডা. আবদুল কাদের খাঁনের বলে তদন্তে ধরা পড়ে। চার্জশিটে কাদের খাঁনসহ সাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক  সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি বলেন, ' রায়ে প্রধান আসামি কাদের খাঁনসহ অভিযুক্ত সকলের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রত্যাশা করছি। আমরা সকলেই ন্যায়বিচার চাচ্ছি। আমি ও আমার সন্তান পরিবারের অভিভাবককে হারিয়েছি। অন্যদিকে সুন্দরগঞ্জবাসী হারিয়েছে তাদের পাশে থাকা মানুষটিকে। যিনি বঙ্গবন্ধুর আদর্শে লড়াকু সৈনিক ছিলেন।'

বোন ফাহমিদা বুলবুল কাকলী বলেন, ' হত্যা মামলাটি দেশজুড়ে আলোচিত। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে অভিযুক্তরা সকলেই তাদের অপরাধ স্বীকার করেছেন। হত্যার প্রায় তিন বছর পর এ মামলার রায় হবে আদালতে। অভিযুক্ত সকল আসামিদের সর্ব্বোচ শাস্তি হবে বলেই আমাদের প্রত্যাশা।'

মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের পরদিন ১ জানুযায়ী অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী। অধিকতর তদন্তশেষে ২০১৭ সালের ৩০শে এপ্রিল ডা. আবদুল কাদের খাঁনসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৮ সালের ৮ এপ্রিল থেকে আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ৩১ অক্টোবর। মামলার বাদিসহ ৫৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন । গত ১৮ ও ১৯ নভেম্বর জেলা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক গ্রহণ করেন। এরপর রায়ের দিন ধার্য করেন ২৮ নভেম্বর।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ