• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কক্সবাজারে চিকিৎসক করোনা আক্রান্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

কক্সবাজারে এবার এক চিকিৎসকের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। যার মধ্যে কক্সবাজার জেলায় ১৪ জন এবং অপরজন  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, শনিবার (২৫ এপ্রিল) কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৭১ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর একজনের দেহে নভেল করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তিনি টেকনাফ উপজেলার একজন চিকিৎসক।

তিনি আরো বলেন, গত ২৫ দিনে মোট ৮০৪ জন সন্দেহভাজন রোগীর টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১৫ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

এর মধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, কক্সবাজার শহরে ২ জন। অপরজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ