• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ‘কুইক রেসপন্স টিম’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসে আক্রান্ত নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দিতে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এই টিমে মোট ৭ জন কাজ করবেন।

এই টিমের প্রধান (লিডার) করা হয়েছে উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ আরিফুর রহমানকে। বিকল্প টিম লিডার করা হয়েছে উপসচিব (পরিচালক) মোহাম্মদ আশরাফুল ইসলামকে। টিমের পাঁচ সদস্য হলেন- জ্যেষ্ঠ সহকারী সচিব সাবিকুননাহার শারমীন, সহকারী পরিচালক মো. কামাল হোসেন, সহকারী পরিচালক মো. জুলহাজ আলী সরকার, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবদুল্লাহ রাকিব এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস।

আইএমইডির কর্মকর্তারা জানান, ১৩ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে টিমের কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে, আইএমইডির কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবে। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেয়া হবে। আক্রান্তদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে অতিরিক্ত সচিবের (প্রশাসন) কাছে দেবে এই টিম। এছাড়াও করোনায় আক্রান্ত কর্মকর্তা বা কর্মচারীর অন্যান্য সহযোগিতার প্রয়োজন পড়লে তা-ও করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ