• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা আক্রান্ত শুনেই বাড়ি থেকে পলায়ন, পরে আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার করোনা শনাক্ত হওয়ার পরই বাড়ি থেকে পলায়ন করেন তিনি। পরে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি শতাধিক লোকের সঙ্গে নারায়নগঞ্জ থেকে নৌকায় করে রাতে নিজ এলাকা কালকিনিতে আসেন ওই ব্যক্তি। গত কয়েক দিন তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করেন। শনিবার সন্ধ্যায় তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা-জানি হলেই বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

পরে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। ঝুঁকির কথা মাথায় নিয়ে কালকিনির শিকারমঙ্গল ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার স্বাস্থ্য বিভাগ ও পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ইউনিয়নটি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ