• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা আতঙ্কে নেদারল্যান্ডসে গাঁজা কিনতে দীর্ঘ লাইন!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

পৃথিবীর নানা প্রান্তে এখন করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। বিভিন্ন দেশে রীতিমতো লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ যানে না, কোন পরিস্থিতিতে গিয়ে ঠেকবে অবস্থা!‌ তাই সকলেই বাজার, দোকান করে রাখছেন। চাল ডাল কিনে রাখছেন, মাংস, ডিমও কিনে রাখছেন কেউ কেউ।

কিন্তু নেদারল্যান্ডসের চেহারা একেবারে অন্যরকম। কারণ এখানে লোকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি লোকে কিনতে শুরু করেছে গাঁজা। কোনদিন দোকান বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে লোকে লাইন দিচ্ছে গাঁজার দোকানে। 

এমনই একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন একজন। সেখানে দেখা যাচ্ছে প্রায় ১০০ লোক লম্বা লাইন করে দাঁড়িয়ে আছেন। তারা নাকি সকলেই গাঁজা কিনছেন। ছবিটি নাকি নেদারল্যান্ডসের লকডাউন হওয়ার আগের দিনের ছবি।

এর আগে দেখা ইতালিতে কোয়ারেন্টাইন অবস্থায় কীভাবে কত মানুষ একসঙ্গে গান গাইতে শুরু করেছেন। স্পেনেও একই দৃশ্য ধরা পড়েছে। আর এভাবেই মানুষ সময় কাটাচ্ছে। আর সেই সময়ে নেশার দ্রব্যটিও গুছিয়ে রাখতে চাইছেন সকলে। তাই দোকান বন্ধ হওয়ার আগে গাঁজা কিনে নেওয়ার শেষ কাজটি করে রাখতে চাইছেন অনেকেই।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ