• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা জয় করে বাড়ি ফিরেছেন আড়াই লাখ মানুষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

দেশে দেশে করোনা আক্রান্ত বহু বয়স্ক ব্যক্তি সেরেও উঠছেন প্রতিনিয়ত। সব মিলিয়ে প্রায় আড়াই লাখ মানুষ কোভিড-১৯ জয় করে বাড়ি ফিরে গেছেন। যা আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের।

বিশ্বে প্রতিদিনই যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ, সেখানে ৯৩ বছর বয়সী স্প্যানিশ এই বৃদ্ধ সুস্থ হয়ে ফিরছেন বাড়ি। চিকিৎসক ও সেবিকারা তাকে জানাচ্ছেন অভিবাদন। ১০১ বছর বয়সী এক নারীও সম্প্রতি সুস্থ হয়ে ওঠেন।

একজন বলেন, আমার মাকে সুস্থ করে তোলার পেছনে ডাক্তার ও নার্সদের অবদান অপরিসীম। তাদের কাছে আমি কৃতজ্ঞ। মায়ের পক্ষ থেকে বলতে চাই- দৃঢ় মনোবল থাকলে যেকোনো বড় সংকটই যে জয় করা যায় তিনি তা করে দেখালেন।

ইতালিতেও ১০১ বছরের এক বৃদ্ধ সেরে উঠেছেন। ১৯১৯ সালে জন্ম নেয়া ওই ব্যক্তি জানান, মনের জোর থাকলে রোগ সহজে কাউকে কাবু করতে পারে না। এছাড়া ৭১ বছর বয়সী ব্রিটেনের প্রিন্স চার্লসও করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন সম্প্রতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ৯৫ শতাংশই ৬০ বছরের বেশি বয়সী। তবে এ সংখ্যা ধীরে ধীরে কমছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন বৃদ্ধরাও।
ভারতেও ৯৩ ও ৮৮ বছর বয়সী দম্পতি করোনামুক্ত হয়ে বাড়ি গেছেন। দেশটিতে এমন নজির বেশ কয়েকটি। ইরানেও অনেক বয়স্ক সেরে উঠেছেন করোনা থেকে।

বিশ্লেষকরা বলছেন, করোনা শুধু বয়স্কদের জন্যই প্রাণঘাতী এমনটা ভাবার কারণ নেই। কম বয়সীদের জন্যও রোগটি মারাত্মক হতে পারে। সময়মতো রোগ শনাক্ত করে চিকিৎসাই পারে রোগীকে সুস্থ করে তুলতে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ