• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা ভাইরাস : তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে জারিফের ফোনালাপ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ করোনাভাইরাস নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

টেলিফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক দু’দেশের সীমান্ত খোলা রেখে এ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর তুরস্ক ইরানের সঙ্গে তার স্থলসীমান্ত বন্ধ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানান, কয়েকটি প্রতিবেশী দেশ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার যে পদক্ষেপ নিয়েছে তা সাময়িক এবং শিগগিরই তা খুলে দেয়া হবে।
তিনি আরো জানান, ইরানি দূতাবাসগুলো এসব দেশকে এ কথা বোঝানোর চেষ্টা করছে যে, সীমান্ত বন্ধ করে নয় বরং প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পদক্ষেপ গ্রহণ করে করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে হবে।
ইরানের দাবি সোমবার পর্যন্ত ৬৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ