• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা ভাইরাসে ইতালিতে মৃত বেড়ে ১১

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর ইউরোপে প্রবেশের পর এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু ঘটিয়েছে ভাইরাসটি। ইতালির বেসামরিক রোগ প্রতিরোধ বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরিল্লি জানান, ইতালির উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা তিনশ ২২ জন।

ভাইরাসের কারণে কোভিড-১৯ রোগে দুই হাজার সাতশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। এছাড়া সুইজারল্যান্ড ও আলজেরিয়া করোনা পজেটিভ রোগীর তথ্য নিশ্চিত করেছে।

এদিকে করোনা ভাইরাসে প্রথম কোনো ফরাসি নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। এর আগে ফ্রান্সে করোনা ভাইরাসে এক রোগী মারা গেলেও তিনি ছিলেন চীনা নাগরিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ ভিত্তিক বায়োটেক কোম্পানি মডার্না থেরাপেটিকস করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগের প্রতিষেধক বাজারে আনতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চীনা গবেষকরা নতুন করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করেন। তার ৪২ দিন পর কোভিড-১৯ এর ভ্যাক্সিন তৈরি করা হয়। 

ভাইরাসটি তৈরি করে মানুষের ওপর পরীক্ষা করার জন্য এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) এ। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) বিজ্ঞানীরা এটি পরীক্ষা করছেন।

জাপানে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের কোভিড-১৯ আক্রান্ত এক যাত্রী স্বেচ্ছায় নিজের ওপর এ ভ্যাক্সিন পরীক্ষা করাতে আগ্রহী হন। এ রোগে আক্রান্ত আরও অনেকেই এ পরীক্ষায় অংশ নেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ