• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী দূরদর্শিতা দেখিয়েছেন: আইনমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মে ২০২১  

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা দেখিয়েছেন। করোনাকালীন নানা সমস্যা মোকাবিলার পাশাপাশি করোনা সংকটে পড়া কৃষকদের জমির ধান কেটে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। যেসব নেতাকর্মী কৃষকদের ধান কেটে দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। 

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা, ছয়টি হারভেস্টার মেশিন ও ৫৪০টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাবিশ্ব করোনা মহামারিতে আক্রান্ত। আপনাদের অনুরোধ করব আপনারা যখনই সময় পাবেন আল্লাহর কাছে দোয়া করে পানাহ (ক্ষমা) চাইবেন। আল্লাহ যেন আমাদের এ মহামারি থেকে মুক্তি দেন সেই দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ আমাদের সবার দোয়া শুনবেন।

কসবার ইউএনও মাসুদ উল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ দৌলা খাঁন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবার পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া, কসবা প্রেস ক্লাব সভাপতি আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ. ম. হারুনূর রশিদ ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ