• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা মোকাবিলায় মমতার কাজে সন্তুষ্ট মোদী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনাভাইরাস মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যের খোঁজখবর নিতে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। মোদী এ দিন করোনা মোকাবিলায় রাজ্যের উদ্যোগে সন্তোষ প্রকাশের পাশাপাশি মমতাকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও করোনা মোকাবিলায় রাজ্যের ব্যবস্থাপনা সম্পর্কে জেনে সন্তোষপ্রকাশ করেছেন তিনি। এ সময় গরিবদের জন্য প্রধানমন্ত্রী মোদী যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা রুখতে পশ্চিমবঙ্গ এখন লকডাউনে। লকডাউন ও তা থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্যের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে ও সমন্বয় রেখে চলতে চায় কেন্দ্র। ভবিষ্যতে কেন্দ্রের গৃহীত পদক্ষেপ নিয়েও মুখ্যমন্ত্রীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

নমুনা পরীক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে কিটের দাবি জানান মমতা। এর পাশাপাশি নমুনা পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো কয়েকটি কেন্দ্রের তালিকা দ্রুত অনুমোদন দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

একই দিন করোনা নিয়ে কেন্দ্রের তিন শীর্ষ নেতার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলমান এ আপদকালীন পরিস্থিতিতে সহযোগিতা চেয়ে প্রথমে মমতাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই ফোন আসে কেন্দ্রের পক্ষে করোনা সমন্বয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিদেশমন্ত্রী জয়শঙ্করের। সব শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে লকডাউন নিয়ে আলোচনা করেন।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ