• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা সংক্রমণ এড়াতে সচেতনতামূলক কার্যক্রম চলছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

ভোলায় বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সাথে পুলিশ ও নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ সময়, মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় ১০ জনকে দুই হাজার টাকা এবং হোম কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গ করায় ১৬ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নরসিংদীতে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে কাজ করছেন তারা।

কুমিল্লার লাকসামে বিভিন্ন বাজারে নিরাপদ দূরত্ব বজায় রাখতে সাদা দাগ দেয়া হচ্ছে দোকানের সামনে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে নাটোরে চলছে সেনাবাহিনীর টহল। রাস্তায় জড়ো না হতে এবং জনসমাগম না করতে মাইকিং করেন সেনা সদস্যরা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে ছেটানো হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ