• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা সনাক্তকরণে ৫০০ কিট দিল চীন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত তিন লাখেরও বেশি বিদেশ ফেরত মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া ৭৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে চীন সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস সনাক্তকরণ কিটস হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এতথ্য জানান। এসময় ডা. জাহিদ মালেকের কাছে পাঁচশোটি করোনা ভাইরাস সনাক্তকরণ কিট হস্তান্তর করেন চায়না রাষ্ট্রদূত জি লিং।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস দেখা দিলে রোগীর চিকিৎসার সব প্রস্তুতি রয়েছে। চিকিৎসা দেয়ার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালকে পুরোপুরি আলাদাভাবে প্রস্তুত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, চীনের ট্রিটমেন্ট প্রটোকল ও কিটস দেশের করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব ধরণের প্রস্তুতি নেয়া আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসটি প্রতিরোধে দেশের স্বাস্থ্যখাত সব দিক দিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে। গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি বিদেশ ফেরত মানুষকে স্ক্রীনিং করা হয়েছে, ৭৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত একজনও করোনা ভাইরাস রোগে সংক্রমিত হয়নি। 

তিনি বলেন, চিকিৎসার জন্য দেশিও দুই হাজার কিটস থাকার পাশাপাশি চীন আরো ৫০০ কিটস প্রদান করায় দেশে করোনা ভাইরাস চিকিৎসায় কিটসয়ের আর কোনো সংকট থাকছে না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ