• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনাকালে বাসা থেকে বের হলে যে পাঁচ জিনিস সঙ্গে নেবেন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিলও বাড়ছে। এই পরিস্থিতিতেও অনেক মানুষকে প্রায় প্রতিদিনই জরুরি কাজে বাড়ির বাইরে যেতে হচ্ছে।

যাদের প্রায় প্রতিদিনই বাড়ির বাইরে যেতে হচ্ছে, তারা কীভাবে নিজেদের করোনা সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখবেন? উপায় আছে। কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারলে ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সুরক্ষিত থাকতে বাড়ির বাইরে পা রাখার আগে অবশ্যই সঙ্গে রাখুন এই ৫টি জিনিস।

১. বাইরে বেরোলে সঙ্গে কী কী রাখবেন, বিশেষ করে যাঁদের কাজের জন্য প্রায় দিনেই বাইরে যেতে হচ্ছে, তাঁদের সঙ্গে কী কী জিনিস রাখতে হবে একবার দেখে নিন...

২. ৭০ শতাংশের বেশি অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান সঙ্গে রাখুন।

৩. ত্রিস্তর বিশিষ্ট মাস্ক ব্যবহার করাই ভাল।

৪. রবার বা অন্তত কাপড়ের তৈরি হাতের গ্লাভস ব্যবহার করুন।

৫. মাথায় ঢাকা দেওয়ার জিনিস, টুপি বা স্কার্ফ সঙ্গে রাখুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ