• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা : টেস্টিং কিটের কাঁচামাল আসছে ৬ এপ্রিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনার র‌্যাপিড টেস্টিং কিট তৈরির কার্যক্রমে আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সোমবার (৬ এপ্রিল) যুক্তরাজ্য থেকে কিটের কাচামাল আসবে।’ আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি এই তথ্য জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ব্রিটেন থেকে সোমবার সকালে ঢাকায় কাঁচামাল এসে পৌঁছাবে। কাস্টমস থেকে দ্রুত ছাড় করাতে পারলে ১০ এপ্রিল সরকারকে নমুনা দেবো। যেন দ্রুত ছাড় করা যায়, সে ব্যাপার যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।’

কিট উদ্ভাবক টিমের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, ‘এটুকু নিশ্চিত থাকুন, আমরা যে সময়ের মধ্যে দেওয়ার কথা বলেছিলাম, ঠিক সেই সময়ের মধ্যেই কিট সরবরাহ করতে পারবো।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ