• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘করোনাভাইরাস বাইরে ৯ দিন বেঁচে থাকতে পারে’!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

করোনাভাইরাস সম্পর্কে ভয়ানক তথ্য দিয়ে এর প্রাদুর্ভাব আরো বহুদিন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন চীনের গবেষকরা। প্রাণীদেহের বাইরে যে কোনো জড়বস্তুর ওপর ভাইরাসটি ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানান তারা।

এ অবস্থায় জীবানুনাশক ব্যবহারের পাশাপাশি পরিচ্ছন্নতার দিকে জোর দেয়া এবং ভাইরাস প্রতিরোধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

কোভিড নাইন্টিনে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্টাচ্ছে আক্রান্তের ধরন। করোনাভাইরাসকে বুঝতে চলছে গবেষণাও। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে থাকে।

তবে গবেষকরা বলছেন, যে কোনো জড়বস্তু যেমন কাঁচ, ধাতু কিংবা প্লাস্টিকের ওপর বছরের পর বছর বেঁচে থাকতে পারে এই জীবানু। আর সেখান থেকে হাত, মুখ, নাক ও চোখের স্পর্শে ভাইরাসটি ছড়াতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা এতদিন করোনার প্রাদুর্ভাব শিগগিরই শেষ হয়ে যাবে আশা করলেও বিশেষজ্ঞরা বলছেন, এ আতঙ্ক থেকে সহজে মুক্তি মিলছে না। চীনা গবেষক ওয়াং চেন বলেন, সার্সের সঙ্গে ভাইরাসটির অনেক মিল থাকলেও বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর ভাইস প্রেসিডেন্ট ওয়াং চেন বলেন, কোভিড নাইন্টিন দীর্ঘস্থায়ী হতে পারে এবং ইনফ্লুয়েঞ্জার মতো মানুষের মাঝে অনেকদিন থাকার আশঙ্কা রয়েছে। এ জন্য এখনই আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে মহামারীর বৈশিষ্ট্য ও জীবত্তাত্ত্বিক নিয়ম অনুযায়ী এখনই প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ারও আহ্বান জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ