• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনাভাইরাস: স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাঁড়িয়েছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে স্পেনে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাঁড়িয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জন। যা এর আগের  দিন ছিল ৪৭ হাজার ৬১০ জন। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে ৩ হজার ৬৭৯ জন মানুষ। তবে আশার বাণী এই যে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৫ মানুষ।

স্পেনের মধ্যে মাদ্রিদে সবচেয়ে মারাত্বকভাবে আঘাত হেনেছে করোনা। শুধুমাত্র মাদ্রিদেই করোনায় মারা গেছে ২ হাজার ৯০ জন আর আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১৬৬ জন যা স্পেনের মোট আক্রান্তের প্রায় অর্ধেক। দেশটির স্বাস্থ্য মন্ত্রী সালভেদর বলছেন এই মুহূর্তে যা ঘটছে আমরা কখনই তা ভুলতে পারব না, আমাদের এখন উচিত দেশের জনগণের প্রাণ রক্ষা করা। করোনা রোগীদের জন্য এরই মধ্যে সেনাবাহিনীর জরুরী উদ্যোগে একটি হাসপাতাল তৈরী করা হয়েছে স্পেনে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ