• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনাভাইরাস : আকস্মিক সংকট আর হুজুগে কেনাকাটা ক্রেতাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

করোনা আতঙ্কে মুহূর্তেই শেষ হয়ে যায় মাস্ক, স্যানিটাইজার ও অন্যান্য জীবানুনাশক পণ্য। গত বছর ডেঙ্গু প্রাদুর্ভাবেও মশা প্রতিরোধী ক্রিমের বেলায়ও একই অবস্থা হয়। ক্রেতাদের এমন আচরণের নাম প্যানিক বায়িং বা হুজুগে কেনাকাটা।

কিন্তু কেন এই আচরণ? দেশের বিশেষজ্ঞদের মতে, নতুন সংকট তৈরি হলে এবং পর্যাপ্ত তথ্য না থাকলে এমন হুজুগে কেনাকাটা করেন ক্রেতারা। তবে এমন আচরণের স্থায়িত্বও খুব কম।

 

করেনার খবরে আতংকিত লোকজন। দোকানের সব স্যনিটাইজার, মাস্ক কিনে ঘরে তুলছেন। দোকানিরাও কেউ কেউ চড়া দামের আশায় লুকিয়ে রেখেছেন পণ্য। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে পাল্টে যায় চিত্র।

 

অল্প হলেও পাওয়া যাচ্ছে এসব পণ্য। ঢাকার বড় ফার্মেসিগুলোতে স্যানিটাইজার আনতে গেলে কেউ খালি হাতে ফিরছেন না। দামও স্বাভাবিক। তবে, মাস্ক নেই। সাধারণ মাস্ক এখন মিলছে ফুটপাথেও। ভবিষ্যত সংকট আঁচ করতে পারলে কেনাকাটার ঝোঁক বদলে যায় ক্রেতার।

 

হুজুগে কেনাকাটা করার দায় শুধু জনগনের না। পরিস্থিতি বুঝে আগে থেকেই সরবরাহ নিয়ন্ত্রণ ও সঠিক পরামর্শ দিলে আতংক ছড়ায় কম।

 

এবার করোনা আতংকে কেনাকাটা উন্নত বিশ্বের মানুষও দেখেছে। এর আগে বাংলাদেশেও পেঁয়াজ কিনতে মুদির দোকানে লাইন তৈরি হয়েছিলো। ডেঙ্গু রোগের আতংকে বাজার থেকে মশা প্রতিরোধী ক্রিম উধাও হয়েছিলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ