• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনামুক্ত হলেন না`গঞ্জ করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম নিজ বাড়িতে আইসোলেশনে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বিতীয়বারের মতো তার করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে ৮ এপ্রিল (বুধবার) করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরীক্ষায় ডা. জাহিদের ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

ডা. জাহিদুল ইসলাম বলেন, আমি আক্রান্ত হবার পরও সুস্থ ছিলাম। তেমন কোনো উপসর্গই ছিলো না। বাড়িতে আইসোলেশনে থেকেই আমি সুস্থ হয়েছি। আমার পরিবারের কিংবা কারো সংস্পর্শেই আইসোলেশনে থাকা অবস্থায় যাইনি। এসময় মুঠোফোনেই অর্পিত দায়িত্ব সার্বক্ষনিক পালন করেছি। 

তিনি বলেন, সম্প্রতি ১৪ দিন পর একবার এবং তারও দু’দিন পর দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হলে দুটোর ফলাফলই আজ নেগেটিভ এসেছে, আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ