• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গণভবনে তিনি এ টিকা নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকেলেই টিকার প্রথম ডোজ নিয়েছেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

প্রসঙ্গত, দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতি কার্যদিবসে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা দেয়া হচ্ছে।

প্রথম দফায় ৭০ লাখ টিকা এনেছে সরকার। এর মধ্যে ভারতের উপহার হিসেবে ছিল ২০ লাখ। এরপর দ্বিতীয় চালানে আরো ২০ লাখ টিকা আনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ