• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার টিকা পরীক্ষার জন্য প্রার্থী খুঁজছে অস্ট্রেলিয়া

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস খুব বেশি না ছড়ালেও টিকা আবিষ্কারের প্রতিযোগিতায় তারাও এগিয়ে রয়েছে। সব প্রক্রিয়া শেষে এবার পরীক্ষার জন্য মানবপ্রার্থী খুঁজছে অস্ট্রেলিয়ার একটি ল্যাব।

পার্থভিত্তিক লিনিয়ার ক্লিনিক্যাল রিসার্চ মনে করে, মানব পরীক্ষায় সফল হলে এটি হবে একটি যুগান্তকারী আবিষ্কার। তাই এখন তারা প্রার্থী খুঁজছেন ঠিকভাবে কাজ করবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য।  
লিনিয়ারের প্রধান নির্বাহী জায়ডেন রোগার্স এক বিবৃতিতে বলেন, বিশ্বের গুটিকয়েক দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম, যারা টিকার ক্লিনিকাল ট্রায়ালে চলে এসেছে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের আক্রান্ত অনেক কম।
তিনি বলেন, এটি হবে অনন্যতম একটি পরীক্ষা, যার সঙ্গে বিশ্ববিখ্যাত অনেক ওষুধ কম্পানি জড়িত। এ পথ পর্যন্ত আসতে আমাদের রাতদিন খাটতে হয়েছে। এ নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত। 
তিনি আরো বলেন, কভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে বিশ্বের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সর্বোত্তম বিজ্ঞান ও উদ্ভাবন কাজে লাগাতে হবে।
তিনি আরো জানান, এ পরীক্ষা চালাতে আমরা দুইমাস সময় নেব, তারপর বিশ্বের সামনে হাজির করব। চিকিৎসা বিজ্ঞানীরা যাচাই করে দেখবে।  
ইতিমধ্যে বিশ্ব জুড়ে বেশ কিছু দেশ করোনাভাইরাসের টিকা মানব শরীরে পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষার জন্য ডাক্তার, বিজ্ঞানীসহ অন্তত ৫ হাজার লোক নাম লিখিয়েছেন। ফলে আসা করা হচ্ছে দ্রুতই করোনাভাইরাসের টিকা বাজারে আসবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ