• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা সকলকে সাকিবের স্যালুট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

করোনাভাইরাসের তাণ্ডবে এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা অঞ্চলে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। কোভিড-১৯ রোগের এই বাজে প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছেন চারজন। আর আক্রান্ত হয়েছেন ৩৯ জন। 

এমন অবস্থায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবককর্মী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।  এসব পেশার মানুষদের স্যালুট জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। গতকাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।

সাকিব লিখেন, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারী কর্মকর্তাদের যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো- বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ