• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনায় আক্রান্তদের সাহায্যে ইংলিশ ক্রিকেটাররা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সাহায্যে এবার এগিয়ে এলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। দেশটির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বোর্ডকে দিয়েছেন ৫ লাখ পাউন্ড। অন্যদিকে নারী ক্রিকেটাররা তিন মাসের বেতনের একটি অংশ দিয়েছেন।

এর আগে, ইসিবি ক্রিকেটারদের বেতন কাটার সিদ্ধান্ত নিলেও সমালোচনা করেন ক্রিকেটাররা। ব্যক্তিগতভাবে করোনা আক্রান্তদের সাহায্যে এগিয়ে আসেন জস বাটলার, স্যাম কুরানরা। তবে এবার এগিয়ে এলেন সব ক্রিকেটাররা। বোর্ডকে ৫ লাখ পাউন্ড দেন তারা। বাংলাদেশি অর্থে যার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। একইসঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নারী ক্রিকেটাররাও। আগামী তিন মাসের বেতনের ২০ শতাংশ দেবেন করোনা আক্রান্তদের সাহায্যে। এর আগে অর্থ সংগ্রহের জন্য নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলেন বাটলার। স্বাস্থ্যকর্মীদের জন্য একটি তহবিল গঠন করেছেন তরুণ স্যাম কুরানও।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ