• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কর্মবিরতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মচারিরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসনের অধীনস্থ তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। পরে তারা সকল কাজ বন্ধ রেখে বেলা ১১টা পয্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করে। গোপালগঞ্জ জেলা সদরসহ পাঁচ উপজেলার জেলা প্রশাসনের অধীনস্থ সকল অফিসে একযোগে এ কর্মবিরতি পালন করা হয়।

 

কর্মবিরতি চলাকালে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরনের দাবি জানিয়ে বাংলাদেশ কালেক্টরট সহকারী সমিতির সহ সভাপতি শেখ হাফিজুর রহমান, গোপালগঞ্জ কালেক্টরট সহকারী মো: নুর ইসলাম খান বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেনীর সকল কর্মচারীরা অংশ নেয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ