• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কলকাতাতেও উদযাপিত হবে বিজয় দিবস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে বিজয় দিবস। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর উপ-দূতাবাস প্রাঙ্গণে তিনদিনব্যাপী বিজয় দিবসের আয়োজন করেছে। ১৭ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গহওর রিজভী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবারে অনুষ্ঠানে ১৩ ও ১৪ ডিসেম্বর কলকাতার প্রিন্সেপ ঘাটে হবে মিলিটারি ব্যান্ড কনসার্ট। সঙ্গে ১৪ ও ১৫ ডিসেম্বর হবে মিলিটারি ট্যাটু।

বাংলাদেশ উপ-দূতাবাস যে অনুষ্ঠানের আয়োজন করছে তাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকবে দুই দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহনে আলোচনা অনুষ্ঠান।

ভারতীয় সেনাবাহিনী যে অনুষ্ঠানের আয়োজন করছে সেখানে ৩০ মুক্তিযোদ্ধার সঙ্গে মুখোমুখি আলোচনা ও রেড রোডে হবে ম্যারাথন দৌড়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামের ভেতর শহীদ স্মারকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ