• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কলাপাড়ায় ব্রিজ ভেঙে দুর্ভোগে ১১ গ্রামের মানুষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা খালের উপর নির্মিত গামইরতলা আয়রন ব্রিজটি ভেঙে ১১টি গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) ব্রিজটি ভেঙে পড়ে। সেসময় রাসেল, আসাদুল ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন ব্রিজ ভেঙে যাওয়ার সময় খালে পড়ে আহত হন।  

প্রত্যক্ষদর্শী মো. মশিউর রহমান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে খালের পাড়ে গিয়ে দেখতে পান ব্রিজটির ৮০ ভাগই ভেঙে পড়ে খালের পানিতে ডুবে গেছে।
গামইরতলা গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া জানান, ব্রিজটি দিয়ে নীলগঞ্জের সবজি চাষিরাসহ মজিদপুর, কুমিরমারা, বাইনতলা, এলেমপুর, পূর্বসোনাতলা, ফরিদগঞ্জ, গামইরতলা, গুটাবাছা, নেয়ামতপুর, ইসলামপুর ও নাওভাঙ্গা গ্রামের মানুষ চলাচল করতেন। 

তিনি আরও জানান, গামইরতলা বিদ্যালয়ের ৬০ ভাগ শিশু এই ব্রিজটি পার হয়ে স্কুলে আসে। কিন্তু বুধবার সকালে ব্রিজটি ভেঙে পড়ায় এখন সমস্যার শেষ নেই। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ