• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কানাইপুর বাজারে আগুনে পুড়ল ২৫ দোকান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের জুতাপট্টিতে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা বলেন, উপজেলার কানাইপুর বাজারের জুতাপট্টিতে আগুন লেগে ২২ থেকে ২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। যার মধ্যে জুতার, কসমেটিকসের, হার্ডওয়ারের, ইলেকট্রনিক্সের, ওষুধের দোকানসহ চালের গুদাম রয়েছে। 
তিনি বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রত পৌঁছায় ফরিদপুর সদর, মধুখালী, সালথা উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তারা দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। 
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য, আনসার ভিডিপি ও স্থানীয় জনগণ নিরলস ভাবে কাজ করেছেন বলেও জানান ইউএনও মাসুম রেজা। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সুজিত নামে এক ব্যবসায়ী বলেন, রাত সাড়ে ৯টার দিকে কোনো একটি দোকানের বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের এ সূত্রপাত হয়েছে। 
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, ফায়ার সার্ভিসের এডি, কোতোয়ালি থানার ওসি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন ও বাজারের ব্যবসায়ীরা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ