• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কানের ব্যথা নিরাময়ে রসুন ও তিলের তেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

নানা কারণে আমাদের কানে তীব্র ব্যথা হয়ে থাকে । কানে ব্যথা করার অন্যতম কারণ হচ্ছে একিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা এক ধরনের কানের সমস্যা । কানে তীব্র ব্যথা হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে । কানে তীব্র ব্যথা হলে নাক দিয়ে পানি পড়তে পারে , মধ্য কর্ণের পর্দা লাল হয় ইত্যাদি ।

সাধারণত যদি মধ্য কর্ণে কোনো ফ্লুইড বা পানি জমে তাহলে একধরনের ব্যবহারে প্রতিকার করে নিতে পারেন । তিলের তেলের  নানা ধরনের গুণের কথা আমাদের সকলের জানা আছে । রসুন আমারেদ জীবনে একটি অতি পরিচিত জিনিস । রসুন এর ভিতর নানা ধরনের গুণাগুণ রয়েছে । রসুন নানা ধরণের ওষধ  হিসেবে আমরা ব্যবহার করে থাকি । রসুন এর যে কত গুনা গুণ আছে তা আমরা সকলেই জানি । কানের ব্যথা অনুভূত হলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ গ্রহন করে থাকি ।

কিন্তু ওষুধ না খেয়ে আমাদের হাতের কাছের কিছু জিনিষ দিয়ে আমরা কানের ব্যথা নিরাময় করতে পারি । তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক কিভাবে কানের ব্যথা নিরাময়ে রসুন ও তিলের তেল ব্যবহার করা হয়ে থাকে ।

প্রয়োজনীয় উপকরণ :

১)রসুন

২)তিলের তেল

প্রস্তুত প্রণালী :

প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামচ তিলের তেলে এক চা চামচ থেঁতো করা রসুন ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে । এবার তেল টাকে ঠান্ডা করে নিতে হবে । তেল ঠান্ডা হয়ে গেলে কানের ভিতর দুই এক ফোটা দিয়ে দিতে হবে । তাহলে কানের ব্যথায় উপকার পাওয়া যাবে ।

রসুনের অ্যান্টিবায়োটিক উপাদান কানের ব্যাকটেরিয়ার আক্রমণের ব্যথা উপশমে কাজ করে । তাহলে আর দেরি না করে কানে তীব্র ব্যথা কমাতে রসুন ও তিলের তেল ব্যবহার করুন আর তাতে ও কাজ না হলে অবশ্যিই ডাক্তারের শরণাপন্ন হোন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ