• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কার অপেক্ষায় পপি?

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

ঢাকাই ছবির দর্শনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দর্শকদের হৃদয়ের রানি। সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পপির ক্যারিয়ার শুরু।  মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন এই গুণী অভিনেত্রী। 

কিন্তু তারপরও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি দারুণভাবে আলোড়িত করেছে পপিকে। গেল বছরের মাঝামাঝি আরিফুর জামান আরিফের পরিচালনায় ছবিটির কাজ শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে আছে। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটিতে পার্বতী চরিত্রে অভিনয় করছিলেন পপি। স্বপ্নের এই চরিত্রকে দর্শকের সামনে হাজির করাই নায়িকার স্বপ্ন এখন। তাই ছবিটির কাজ শেষ হওয়ার অকেক্ষায় আছেন পপি। 

শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’র পার্বতীর মতো নয় এ ছবির পার্বতী। তবে দেবদাস উপন্যাসের ছায়া আছে এখানেও। তবে আগামী বছরের শুরুর দিকেই ছবিটির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন পপি। 

তিনি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই নিজের ভেতর শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটিতে কিছুদিন শুটিংও করেছি। কিন্তু কাজ শেষ হচ্ছে না। আমি একান্তভাবে চাই, ছবিটির কাজ দ্রুত শেষ হোক। আপাতত সেই অপেক্ষাতেই আছি।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ