• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কার থেকে মুক্ত হতে চান ড.কামাল ?

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

জনগণের ঐক্যের মধ্যদিয়ে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন,  ‘তোমরা চলে যাও, চলে যাও। তোমাদের থেকে আমরা মুক্ত হতে চাই ।’ তবে তিনি কার থেকে মুক্ত হতে চান তা স্পষ্ট করেননি। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অমর একুশে উপলক্ষে গণফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করি। গণতন্ত্রের মধ্যদিয়ে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমরা অর্জন করব তেমনি দেশের সম্পদের মালিকের ভূমিকা আমরা রাখতে পারব এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারব।’

তিনি বলেন, ‘আমাদের অসাধারণ সম্ভাবনা আছে। ষোল কোটি মানুষের এই দেশে যে লক্ষ্যগুলো আছে, সেগুলো খুবই গঠনমূলক। আমরা কী চাই? আমরা উন্নতমানের শিক্ষাব্যবস্থা চাই, উন্নত মানের স্বাস্থ্যসেবা চাই। আমাদের ইতিবাচক যে লক্ষ্যগুলো আছে, সেগুলো সামনে রেখে এই ব্যাপারে ঐকমত্য হয়েই আছে। এখন আমাদের শক্তি সঞ্চয় করতে হবে।’

আলোচনা সভা শেষে উপস্থিত অনেকেই ড. কামাল হোসেনের ‘মুক্ত হতে চাওয়ার’ বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আর বইতে চাইছেন না তিনি। যে কারণে চাপ মুক্ত হতে এমন মন্তব্য করেছেন হয়তো। 

বুধবার খালেদা জিয়ার পক্ষে আদালতে আইনী সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হলে তিনি অস্বীকৃতি জানান। এ বিষয়টি নিয়ে বিএনপি নেতারা তার উপর ক্ষুব্ধ। তিনিও হয়তো ধীরে সুস্থে সরে পড়তে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ