• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কালাচারাল অফিসার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এ মানববন্ধন বর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মানুন বিন সালেহ্ , সাংগীত বিভাগের প্রশিক্ষক সহযোগি অধ্যাপক শাহানাজ রোজা এ্যানী সহ অরো অনেকে বক্তব্য দেন। এ সময় জেলা শিল্পকলা একাডেমির কার্য নির্বাহী কমিটির সদস্য, প্রশিক্ষক, কর্মচারী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীকে গ্রেফতারের পাশাপাশি দেশের শিল্প,সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এবং অফিসারদের নিরাপত্তা ও চাকুরির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের অপকর্ম করার সাহস না দেখায়।

উল্লেখ্য গত ২৭ মার্চ টাঙ্গাইল জেলা কলাচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে তার স্বামী মোঃ দেলোয়ার হোসেন মিজান মির্জাপুরের কুমদিনী হাসপাতালে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ