• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীর ওড়াকান্দিতে স্নানোৎসব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯  

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে লাখ লাখ ভক্তের সমাগমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮-তম জন্মতিথিতে স্নানোৎসব চলছে। এ স্নানোৎসবকে কেন্দ্র করে ঠাকুর বাগী ও এর আশপাশে বসেছে মহা-বারুনীর মেলা।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৯টায় হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী ও স্নানোৎসব কমিটির সভাপতি হিমাংশুপতি ঠাকুর স্নানোৎসবের উদ্বোধন করেন। স্নানোৎসব চলবে বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত। 

পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব ও মেলা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্নানোৎসব এবং মেলা উদ্যাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান  বলেন, অনুষ্ঠানটি নিরবিচ্ছিন্ন করতে ২০০ পুলিশ সদস্যের একটি শিফটিং তালিকা তৈরি হয়েছে। এছাড়া কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকও রয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ