• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশিয়ানীতে সামাজিক দূরত্ব না মানায় ৭১ জনকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের সংক্রমণরোধে তিনটি সাপ্তাহিক হাট ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৭১ ব্যক্তিকে ১৬ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

গত রোববার (৫ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিন্টু বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি সাপ্তাহিক হাট ভেঙে দেন এবং এ জরিমানা করেন।

জানা যায়, রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাশিয়ানী উপজেলার সাজাইল, নড়াইল ও জাটিগ্রাম কাঠামদরবস্ত বাজারের সাপ্তাহিক হাট ভেঙে দেওয়া হয়। এ সময় ওই সব স্থানে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় না মানায় মোট ৭১ ব্যক্তি বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

এ সময় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিন্টু বিশ্বাস জানিয়েছেন, মানুষকে মোটিভেটেড করার জন্য আমরা মাঠ পর‌্যায়ে ব্যাপক শ্রম দিয়েছি। কিন্তু কিছু মানুষ নিয়ম ভাঙছেন। আর দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ