• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাশ্মীরে গোলাগুলি চলছে, নিহত ৪

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস নিয়ে লকডাউনের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত রয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। এর মধ্যে চার জঙ্গি নিহত হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যশ নিউজ ১৮ সোমবার (২৭ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, রোববার বিকেল থেকে কাশ্মীরের কুলগামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দলের ওপর হামলা চালায় জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ঘটনাস্থলেই চার জঙ্গির মৃত্যু হয়।
এর মাত্র এক সপ্তাহ আগে একই স্থানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছিল। গতকাল চারজন নিহত হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় গত সাতদিনে প্রায় ১৪ জন নিহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের দেবসর এলাকার গুদ্দর গ্রামে নিরাপত্তা বাহিনীর ওপরে প্রথমে হামলা চালায়। ওই গ্রামে আগে থেকে  কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। খবর পেয়ে সেখানে যায় নিরাপত্তা বাহিনীর একটি দল।
কিন্তু নিরাপত্তা বাহিনীর দলটি গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওপর হামলা চালায় আত্মগোপন করে থাকা জঙ্গিরা৷ নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে চার জঙ্গি মারা গেছে।
 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ