• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির ত্রাণ বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মে ২০২০  

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নৌঘাটে ৫ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়ন।

করোনা দুর্যোগ পরিস্থিতিতে কুড়িগ্রামসহ সারাদেশে লকডাউনের কারণে সীমান্তবর্তী নদনদী এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারকে বিজিবির পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়ন বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুর শাখার সহযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌঘাটে চরাঞ্চলের ৫ শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম ২২-বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির নায়েক সুবেদার আনিছুর রহমান, নায়েক সুবেদার বিল্লাল হোসেন, নায়েক আক্তারুজ্জামান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ও সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ