• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় দল বেঁধে ধান কাটছেন নারীরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ মে ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘চাষির হাসি সেল’-এর নিবন্ধনকৃত নারী শ্রমিকরা ধান কাটতে মাঠে নেমেছেন। সোমবার থেকে চাষির হাসি সেলে নিবন্ধন করা নারী শ্রমিকরা কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু করেন।

শিলা বাড়ৈর নেতৃত্বে ৩০ সদস্যের একদল নারী শ্রমিক গ্রামের কৃষকদের ধান কেটে দিচ্ছেন। কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিতুল রায় জানান, লকডাউনের কারণে উপজেলায় ধানকাটা শ্রমিকের সংকট দেখা দেয়।

এ পরিস্থিতিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘চাষির হাসি সেল’ নামের একটি ফেসবুক পেজ খোলেন। তালিকাভুক্ত শ্রমিকরা মজুরিতে বা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেবেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, ধান কাটা শ্রমিক সংকট নিরসনে স্থানীয় যুবক, ছাত্র, শিক্ষক, বেকার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে দিয়ে ‘চাষির হাসির সেল’ ফেসবুক পেজ চালু করেন।

কৃষি বিভাগের মাধ্যমে এ সেলে টার্গেট শ্রেণির মানুষ রেজিস্ট্রেশন করছে। এর মধ্যে একটি নারী দল ধান কাটা শুরু করেছে। এ রকম অসংখ্য টিম ধান কাটতে মাঠে নামতে প্রস্তুত।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ