• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় পুত্রের অর্থে মুক্তিযোদ্ধা পিতার খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে পুত্রের অর্থে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা পিতা।

জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার লাটেঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র বিশ্বাস চার শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এই খাদ্যসামগ্রী ক্রয়ের জন্য তাঁর পুত্র মৃনাল কান্তি বিশ্বাস স্বপ্নীল অর্থ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

ঢাকায় বসবাসরত ব্যবসায়ী মৃনাল কান্তি বিশ্বাস স্বপ্নীল বলেন, করোনাভাইরাসের কারণে অনেক মানুষই এখন কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষদের কথা চিন্তা করে আমার কাছ থেকে টাকা নিয়ে আমার পিতা এলাকার চার শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ সময়ে দেশ বা সমাজের প্রতি তার একটি দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমার পিতা কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আমি চাইবো আমার পিতার মতো সমাজের বিত্তবানরা যেন এ সময়ে কর্মহীন মানুষদের সাহায্যে এগিয়ে আসে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ