• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন।

শনাক্ত রোগীকে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

ডা. সুশান্ত বৈদ্য বলেন, ‘কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যে ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে।কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে তার শশুর বাড়ী। তিনি নারায়নগঞ্জের একটি ঔষধ কোম্পানিতে চাকুরী করতেন।’

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ‘শনাক্ত ব্যক্তিকে আমরা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখেছি। এছাড়া তিনি তার পরিবারসহ বাড়ির আশপাশে যাদের সাথে মিশতেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ‘

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ