• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় লকডাউনে বাড়িতে পণ্য পৌঁছে দিচ্ছে সোনা ফরাজী এন্টা:

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

অনলাইনে নিত্য প্রয়োজনীয় পন্য অর্ডার করলেই দ্রæত সময়ের মধ্যে বাড়ি পৌঁছে দিচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারের মেসার্স সোনা ফরাজী এন্টারপ্রাইজ। তাদের এ ধরণের অনলাইন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ।

মেসার্স সোনা ফরাজী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সাইফুল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা অনলাইন সেবা চালু করেছি। যাতে করে কাউকে বাজারে এসে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করা না লাগে। ঘরে বসে অনলাইনে নিত্য প্রয়োজনীয় পন্য অর্ডার করলেই দ্রæত সময়ের মধ্যে আমরা তাদের বাড়িতে পৌছে দিচ্ছি। ইত্যেমধ্যে অনলাইন কার্যক্রমে আমরা খুব সাড়া পাচ্ছি। অমরা অনলাইন সেবায় হটলাইন, ম্যাসেঞ্জার , ইমো, হোয়াটসঅ্যাপ চালু করেছি। আমাদের হটলাইন নম্বর হচ্ছে-০১৭২১৫৭৭৭৮১, ইমো-০১৮৬৭৩৩৩৮৭৪।

উপজেলার কুরপালা গ্রামের এফ এম রোমান বলেন, আমি অনলাইনে মেসার্স সোনা ফরাজী এন্টারপ্রাইজে বিভিন্ন ধরণের নিত্য প্রয়োজনীয় পন্য অর্ডার করেছিলাম। তারা খুব অল্প সময়ের মধ্যে আমার বাড়িতে এসে নিত্য প্রয়োজনীয় পন্য পৌঁছে দিয়েছে। আমি চাইবো করোনা প্রতিরোধে তাদের এ ধরণের অনলাইন সেবা যেন আগামীতেও চালু থাকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ