• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় শহীদ দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

যথাযথ শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, পৌর মেয়র হাজী মো.  কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কামরুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগ সভাপতি মতিয়ার রহমান হাজরা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ