• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন। এ নার্স আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে এ উপজেলায় দুজন করোনায় আক্রান্ত হলো। আক্রান্ত দুজনকে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজে স্থাপিত আইসোলেশন বেডে রাখা হয়েছে।

ডা. সুশান্ত বৈদ্য বলেন, এ পর্যন্ত কোটালীপাড়ায় ৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজনের পজিটিভ। প্রথম যে ব্যক্তির পজিটিভ ধরা পড়ে সে নারায়ণগঞ্জের একটি ওষুধ কম্পানিতে চাকরি করতেন। তাকে আইসোলেশন বেডে নেওয়ার পর আমাদের এই নার্স সেখানে ডিউটি করেছেন। আমার ধারণা আক্রান্ত নার্স এই আইসোলেশনে ডিউটি করতে গিয়েই সংক্রমিত হয়েছেন। নার্স আক্রান্ত হওয়ায় ১২ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ ছাড়া নার্সের বাড়িটি লকডাউন করে তার পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে রেখেছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ