• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

‘করোনা ভাইরাস’র প্রভাবকে পুঁজি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার ঘাঘর বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান এ জরিমানা করেন। ইউএনও এসএম মাহফুজুর রহমান  জানান, করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছিলেন- এমন অভিযোগে সকালে ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স লোকনাথ ট্রেডার্স, মেসার্স অন্নপূর্ণা ভাণ্ডার, মেসার্স মা কালী ভাণ্ডার, মেসার্স মা বাণিজ্য ভাণ্ডার, জিম ট্রেডার্সকে ১০ হাজার করে ৫০ হাজার এবং কোটালীপাড়া এন্টারপ্রাইজকে ৫ হাজার, আলামিন স্টোরকে ৮ হাজার ও সাখাওয়াত স্টোরকে ৮ হাজার টাকাসহ মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ