• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোহলির চেয়ে সেরা খেলোয়াড় জীবনে দেখেননি অসি কোচ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০  

তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও তিন টেস্টের পূর্ণাঙ্গ সফরে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। তার আগে অস্ট্রেলিয়া সরকারের নিয়মানুযায়ী ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। তবে কোয়ারেইন্টাইনের সময়টায় অনুশীলন করার অনুমতি রয়েছে তাদের।

মূল সিরিজে মাঠে নামার আগে কোনো প্রস্তুতি ম্যাচ পাবে না বিরাট কোহলির দল। নিজেদের মধ্যকার আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলোই ভরসা। সরাসরি ওয়ানডে সিরিজ দিয়ে অফিসিয়াল ম্যাচে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দলের অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ক্রিকেটের সঙ্গে প্রায় ত্রিশ বছরের বেশি সময় ধরে জড়িয়ে আছেন অসি কোচ। এই দীর্ঘ সময়ে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে খেলেছেন ল্যাঙ্গার, বিপক্ষেও পেয়েছেন অনেক রথী-মহারথীকে। এছাড়া সান্নিধ্য পেয়েছেন অনেক সাবেক কিংবদন্তিদের। তবু তার চোখে দেখা সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন কোহলিকেই।

ভারতীয় অধিনায়ককে এই বিশেষ সম্মান দিয়ে ল্যাঙ্গার বলেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সেরা খেলোয়াড় বিরাট কোহলি। এর বিশেষ কিছু কারণ রয়েছে। শুধুমাত্র তার ব্যাটিং নয়, সে খেলার মধ্যে যেই প্যাশন ও এনার্জি নিয়ে আসে, বিশেশ করে ফিল্ডিংয়ের সময়! খেলার মাঠে সে যা কিছু করে থাকে, সত্যিই অবিশ্বাস্য।’

তবে এবারের সফরে কোহলির তরফ থেকে একপ্রকার সুসংবাদই রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য। আগামী বছরের প্রথম মাসেই প্রথম সন্তানের বাবা হতে চলেছেন কোহলি। তাই সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার কাছে থাকতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরবেন তিনি। ফলে তাকে ছাড়াই শেষের তিন ম্যাচ খেলতে হবে কোহলিকে।

প্রতিপক্ষের সেরা খেলোয়াড় দলে না থাকা যে বাড়তি সুবিধা দেবে, তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ। তবে সঙ্গে এটিও মনে করিয়ে দিয়েছেন যে, ব্যক্তিমানুষ হিসেবে কোহলির এ সিদ্ধান্তের প্রতি পুরো সম্মান রয়েছে তার। এমনকি নিজের দলের কোনো খেলোয়াড়কেও সন্তান হওয়ার সময় ছুটি দেয়ার পক্ষে অস্ট্রেলিয়ার কোচ।

তিনি বলেন, ‘কোহলির জন্য আমার অনেক সম্মান রয়েছে। এ সিদ্ধান্তটি নেয়ায় (ভারতে ফিরে যাওয়ার) তার প্রতি সম্মান আরও বেড়েছে। সেও আমাদের সবার মতোই একজন মানুষ। আমাকে যদি নিজ দলের

খেলোয়াড়দের পরামর্শ দিতে বলা হয়, আমি বলব কখনও নিজের সন্তানের জন্মের সময়টা মিস করতে যেও না। কেননা এর চেয়ে সেরা অনুভূতি আর হতে পারে না।’

কোহলি না থাকায় শেষ তিন ম্যাচের বাড়তি সুবিধার কথা উল্লেখ করে ল্যাঙ্গার বলেন, ‘অবশ্যই! কোহলি না থাকাটা একটা বড় প্রভাব ফেলবে তবে আমাদের মাথায় এটিও রয়েছে যে, শেষ সফরে তারা আমাদের হারিয়েছে। ভারতীয় দলটা অনেক ভাল, অনেক শক্তিশালী। কোহলি থাকুক বা না থাকুক, আমাদের নির্ভার হওয়ার সুযোগ নেই।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ